মুল কার্যক্রম:
লাইসেন্স প্রদান:
* বিস্ফোরক উৎপাদন প্লান্ট, সিলিন্ডার/গ্যাসাধারে গ্যাস ভর্তিকরণ প্লান্ট, সিলিন্ডার/গ্যাসাধার ও উহার আনুসঙ্গিক সরঞ্জাম নির্মাণ প্লান্ট, সিলিন্ডার পরীক্ষা কেন্দ্র, গ্যাস মজুদ প্রাঙ্গণ, বিস্ফোরক ম্যাগাজিন, পেট্রোলিয়াম শোধনাগার, পেট্রোলিয়াম মজুদ স্থাপনা, পেট্রোলিয়াম মজুদাগার, পেট্রোলিয়াম পরিবহন যান/অয়েল ট্যাঙ্কার, সিএনজি রিফুয়েলিং স্টেশন, অটোগ্যাস রিফুয়েলিং স্টেশন এবং বিপজ্জনক পদার্থ হ্যান্ডলিং প্রাঙ্গণ পরিদর্শন এবং অনুমোদন/লাইসেন্স প্রদান।
* গ্যাস ফিল্ড ও খনিতে ব্যবহার্য বিস্ফোরক আমদানি, মজুদ ও পরিবহনের লাইসেন্স।
* শিল্প কারখানায় উৎপাদনের কাঁচামাল হিসেবে পেট্রোলিয়াম ও বিভিন্ন প্রজ্বলনীয় তরল রাসায়নিক পদার্থ আমদানি, মজুদের লাইসেন্স।
* এলপিজি সহ বিভিন্ন গ্যাস সার্ভিসের সিলিন্ডার আমদানির লাইসেন্স।
* এলপিজি সিলিন্ডার মজুদাগার, এলপিজি পরিবহনযানের লাইসেন্স।
* বিভিন্ন হাসপাতালে রোগীদের শ্বাসকার্যে ব্যবহারের জন্য সেন্ট্রাল লাইন স্থাপন এবং গ্যাসাধারে মেডিক্যাল অক্সিজেন মজুদের লাইসেন্স।
অনুমোদন:
* সিলিন্ডার নির্মাণের অনুমোদন।
* উচ্চচাপ গ্যাস পাইপলাইনে গ্যাস পরিবহনের অনুমোদন।
* বিস্ফোরক ম্যাগাজিন, ধারনপাত্র, পেট্রোলিয়াম পরিবহন যান/ট্যাঙ্কার, গ্যাস সিলিন্ডার/গ্যাসাধার ইত্যাদির ধরন (type) অনুমোদন।
* অনুপযোগী বা বিপজ্জনক বিস্ফোরক ইত্যাদি নিষ্ক্রিয়করণ/বিনষ্টকরণ এর পদ্ধতি/ প্রক্রিয়া অনুমোদন।
পরীক্ষণ:
* ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইন ও ১৮৭৮ সালের আর্মস অ্যাক্টের অধীন মামলার বোমাজাতীয় আলামত পরীক্ষণ ও রিপোর্ট প্রদান।
* উচ্চচাপ গ্যাস পাইপ লাইনের চাপ সহন ক্ষমতা ও নিচ্ছিদ্রতা পরীক্ষণ।
* শিপ ব্রেকিং ইয়ার্ডে ট্যাংকে গ্যাস মুক্ত পরীক্ষণ ও সনদ প্রদান।
অনাপত্তি:
* জেলা প্রশাসক কর্তৃক মঞ্জুরীকৃত লাইসেন্স থাকা সাপেক্ষে বিভিন্ন বিপজ্জনক পদার্থ যেমন: সালফার, ফসফরাস, পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম নাইট্রেট এর আমদানির অনাপত্তি প্রদান।
* এমোনিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম কার্বাইড ইত্যাদি আমদানির অনাপত্তি প্রদান।